মো: সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এছাড়াও জেলা প্রশাসক এর কার্যালয়,ডিসি অফিস ও পৌরভবনে ভাঙচুর করেন তারা।
জানা গেছে, এক দফার দাবিতে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে যাওয়ার সময় সরকার দলীয় লোকজন আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে মিছিল সহকারে যাওযার সময় অফিসের ভিতরে অবস্থান করা আওয়ামীলীগ নেতাকর্মীরা মিছিল কারীদের ধাওয়া দিলে মিছিলকারী বিক্ষুব্ধ জনতা পাল্টা জবাব দিয়ে তাদের অফিসে ডুকে ভাঙচুর করে আগুন ধরীয়ে দেয়।
আরও পড়ুনঃ সিলেটের বন্দরবাজারে পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ
পরে মিছিলকারীরা সরকারের একদফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মিছিল করে কেন্দ্র ঘোষিত দাবির প্রতি সমর্থন করেন। আগুন দেয়া হয় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে ও পৌরভবনে।
এসময় পুলিশ প্রথমে মিছিলে বাধা দেয়ার চেষ্টা করলেও পরে আর তাদের বাধা দিতে দেখা যায় নাই। তবে আন্দোলনের প্রভাব জেলার সর্বত্র ছড়িয়ে পরেছে বলে জান গেছে