spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদরাজনীতিবগুড়ায় দেড় যুগ পর উন্মুক্ত ময়দানে জামায়াতের রুকন সম্মেলন

বগুড়ায় দেড় যুগ পর উন্মুক্ত ময়দানে জামায়াতের রুকন সম্মেলন

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রায় দেড় যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উন্মুক্ত ময়দানে সদস্যদের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলার শাহ্ ওয়ালিউল্লাহ মিলনায়তনে সকাল ৭ টায় শহর ও ১০ টায় জেলা শাখার সদস্য (রুকন) নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম।

জানা যায়, দীর্ঘ ১৬ বছর উন্মুক্ত ময়দানে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে শহর ও জেলা শাখার প্রায় চার হাজার রুকন অংশগ্রহণ করেন। দীর্ঘ দিন পর উন্মুক্ত ময়দানে রুকন সম্মেলনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন সদস্যরা।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে জীবন দিয়ে প্রেমের মূল্য দিলো তৃতীয় লিঙ্গের পরী

অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের জুলুম নির্যাতনের ফলে ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৃষ্টি হয়। আর সেই অভ্যুত্থানের ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া দেশ ও জনগণ ব্যর্থ হওয়া। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারের কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।