spot_img

― Advertisement ―

spot_img

তদবিরে সাড়া না পেয়ে এসি ল্যান্ডকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা সাবেক কাউন্সিলরের

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...
প্রচ্ছদরাজনীতিকুড়িগ্রাম জেলা বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা বিএনপির তিনটি অঙ্গ সংগঠন—যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল—একত্রে যৌথ কর্মীসভার আয়োজন করেছে। কর্মীসভাটি শুক্রবার বিকেলে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করা এবং ভবিষ্যতের কর্মসূচি নিয়ে আলোচনা করা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, দলের নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল ভারী করার উদ্দেশ্যে স্বৈরাচারের দোসরদের আশ্রয় নেওয়া হলে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ পীরগঞ্জে চাঁদার দাবিতে রাস্তার কাজ বন্ধের অভিযোগ

কর্মীসভায় নেতারা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। “আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ”—এই স্লোগান সামনে রেখে নেতাকর্মীদের রাজনীতির গুণগত মান উন্নয়নের পরামর্শ দেওয়া হয়।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও যুবদল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা, যারা রাজনৈতিক দিকনির্দেশনা এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এই কর্মীসভার মাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপি তাদের অঙ্গ সংগঠনগুলোকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ শুরু করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।