আহমদ রেজা, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি নেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় কাফকো সেন্টারের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলার সিনিয়র আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার ১৩ আসনের বিএনপি অঙ্গ-সংগঠনসমূহের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্জ ইলিয়াছ কাঞ্চন। এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং বারশত ইউনিয়নের বিএনপি নেতা ইউছুপ সওদাগর, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য আহম্মদ নূর, দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ আবদুল করিম, এবং অন্যান্য যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ ভোলায় কৃমির ঔষধ ভেবে কীটনাশক খেয়ে শিক্ষার্থীর মৃ’ত্যু
সমাবেশে অংশগ্রহণকারীরা কাফকো হাউজিং কলোনি থেকে মিছিল শুরু করে সিইউএফএল সোনালী ব্যাংকের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয় এবং স্থানীয় শিল্প জোনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্যৈরাচারি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
আলহাজ্জ ইলিয়াছ কাঞ্চন সহ অন্যান্য বক্তারা বর্তমান সরকারের অব্যবস্থাপনা তুলে ধরে বিএনপির ক্ষমতায় আসার পর কর্মসংস্থান, শিল্প উন্নয়ন এবং স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি দেন। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।