নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছিল। কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের সব জামায়াতের অফিস বন্ধ করে দিয়েছিল। যে আদালতে এই প্রহসন করা হয়েছিল, সেই আদালতে এবার তাঁদের আসতে হবে।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, শোনা যাচ্ছে তারা (আওয়ামী লীগ) নাকি আগামী ইলেকশনে আসবে। মানুষের কাছে ভোট চাইবে। যে ১৮ কোটি মানুষের বিরুদ্ধে গুলি ছুড়েছে সেই মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার কি আছে আর। তাঁদের নাম এদেশের মানুষ শুনতে চায় না। ফ্যাসিবাদ যারা তাঁদের বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।
ছাত্র আন্দোলনের প্রসঙ্গে টেনে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নেই। দেশের মানুষ আন্দোলনে শামিল হয়েছিল। আন্দোলনের কৃতিত্ব যুব সমাজের। যাদের জীবনের বিনিময়ে আমরা জুলুম থেকে মুক্তি পেয়েছি সেসব শহীদদের জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর।
জাতি ইনসাফপূর্ন সমাজ চায় উল্লেখ করে তিনি বলেন, গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। জাতিকে হতাশ করা যাবে না। চব্বিশের আন্দোলনের জীবনের ঝুঁকি নিয়েই তারা লড়াই করে জাতিকে মুক্তি এনে দিয়েছে। হাজারো প্রাণের বিনিময়ে, হাজার হাজার আহতদের আর্তনাদের বিনিময়ে বিজয় এসেছে। সব শহীদ এবং আহতদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
আরও পড়ুনঃ এবার টেক্সটাইল ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন বুটেক্সের সামি
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর ডা. ফজলুর রহমান সাঈদ ও সিরাজগঞ্জ জেলার আমীর শাহনূর আলম।