হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে দুর্গাপুর পৌর যুবদলের আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিবসের প্রারম্ভে এক বর্ণাঢ্য র্যালি দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন স্লোগানে চারপাশ মুখরিত করেন যুবদলের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য র্যালি শেষে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু সভাপতিত্ব করেন।
পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া। এসময় যুবদলের নেতাকর্মীদের তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।
আরও পড়ুনঃ গণহত্যাকারীদের বিচারের দাবিতে দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
যুবদলের এই আয়োজনে দু:স্থ এবং অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলছেন আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলেই সদা সচেষ্ট থাকবেন।