spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে বনভোজনে এসে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা মিশন এলাকায় ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ভারত সীমান্তঘেঁষা ভোগাই...
প্রচ্ছদরাজনীতিনালিতাবাড়ীতে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন: নেতাদের মধ্যে মতপার্থক্যের প্রকাশ

নালিতাবাড়ীতে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন: নেতাদের মধ্যে মতপার্থক্যের প্রকাশ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে মতানৈক্যের কারণে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলা শহীদ মিনারে বিএনপি এবং যুবদলের কিছু নেতাকর্মীর সমন্বয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নালিতাবাড়ী উপজেলার বিএনপির সাবেক আহবায়ক ও শেরপুর জেলার বিএনপির সহ-সভাপতি নূরুল আমীনের বিরুদ্ধে দেয়া বক্তব্যকে “ভারসাম্যহীন, অসত্য এবং বানোয়াট” বলে দাবি করেন বিএনপির একাংশ। এসময় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গনি, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, এবং সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং নূরুল আমীনের বক্তব্যের তীব্র নিন্দা জানান।

আরও পড়ুনঃ বেরোবির পাঠ্যক্রমে অন্তুর্ভুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র ভিপি আনোয়ার হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন।

অন্যদিকে, নূরুল আমীন তাঁর বক্তব্যের সত্যতা পুনরায় নিশ্চিত করে আজকের এই সংবাদ সম্মেলনকে ভিত্তিহীন দাবি করেছেন।