spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদরাজনীতিবাংলাদেশের রাজনীতিতে বিকল্প শক্তি হয়ে উঠছে গণঅধিকার পরিষদ: ভিপি নূর

বাংলাদেশের রাজনীতিতে বিকল্প শক্তি হয়ে উঠছে গণঅধিকার পরিষদ: ভিপি নূর

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, “বাংলাদেশের রাজনীতিতে গণঅধিকার পরিষদ একটি বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের জনগণ একটি বিকল্প শক্তির সন্ধান করছে, আর গণঅধিকার পরিষদ সেই প্রয়োজন মেটাতে প্রস্তুত। রাজনীতি কোনো জমিদারি নয়, এটি উত্তরাধিকারসূত্রেও পাওয়া যায় না।”

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নুর আরও বলেন, “ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে পরিবর্তনের সূচনা হয়েছে, সেই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করছে। আগামী সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো নতুন বাংলাদেশ গড়তে নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা।”

আরও পড়ুনঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার কমিটি গঠন

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে ৫০ বছরের মধ্যে ৩৩ বছরই দুটি প্রধান রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিল। তাদের শাসনকালে দলীয়করণ, স্বজনপ্রীতির মাধ্যমে সাধারণ জনগণের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। পায়রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে আরও গতিশীল করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু। বিশেষ অতিথি ছিলেন নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাসনিম, শহিদুল ইসলাম ফাহিমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।