রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের দুঃশাসনের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ধরে তিনি শান্তিতে বাড়িতে ঘুমাতে পারেননি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ওপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই গুম-খুনের শিকার হয়েছেন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার শহীদ মিনার বিজয় মঞ্চে আয়োজিত এক জনসভায় আমির খসরু এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের শাসনামলে ৬০ লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ এই সময়ে বিএনপির নেতাকর্মীদের জীবনের বড় একটি অংশ কেটেছে আদালতের বারান্দায়।
এই জনসভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল।
এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি রায়হানুল কবিব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান এবং সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল।
আরও পড়ুনঃ মাগুরায় জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সভায় উত্তরাঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও ভবিষ্যৎ আন্দোলন সম্পর্কে বক্তব্য রাখেন। বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আহসান হাবীব দুলু বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারা একটি গুরুত্বপূর্ণ অর্জন করেছেন। এই অর্জন ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কার্যকর করার আহ্বান জানান তিনি।
জনসভায় জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।