মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নাগমুদ বাজার ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোলাকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সালেহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির এস. ইউ. এম. মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ। বক্তব্য প্রদান করেন জেলা সহ-সেক্রেটারি এডভোকেট মুহসিন কবির মুরাদ, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির এডভোকেট হাসান বান্না, এবং রামগঞ্জ উপজেলার নায়েবে আমির মাওলানা বেলায়েত হোসেন।
উপস্থিত নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার এবং নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. হুমায়ুন কবিরকে ভোলাকোট ইউনিয়নের আমির এবং সেফায়েত উল্ল্যাহকে সেক্রেটারি ঘোষণা করা হয়। অন্যান্য পদের মধ্যে সাইফুল ইসলাম সুমনকে ওলামা বিভাগের সভাপতি, আব্দুর রাকিবকে যুব বিভাগের সভাপতি, মো. শাহজাহানকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমানকে বায়তুল মাল সম্পাদক নির্বাচিত করা হয়।
আরও পড়ুনঃ ময়মনসিংহে কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড: দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ
মাস্টার রুহুল আমিন তার বক্তব্যে বলেন, “গত ১৭ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি, কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের ফলে দেশ আবার স্বাধীন হয়েছে।” তিনি উল্লেখ করেন যে লক্ষ্মীপুর-১ আসন বাদে দেশের সব সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং দেশবাসীকে তাদের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এই সম্মেলন স্থানীয় পর্যায়ে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডকে আরও সক্রিয় করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।