নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি পারভেজ মল্লিক দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরছেন। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সূত্রমতে, রাজনৈতিক প্রতিহিংসা, মামলা এবং বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে ২০১০ সালের ২৩ জুন দেশ ছাড়েন পারভেজ মল্লিক। লন্ডনে প্রবাস জীবন কাটালেও বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রবাসে জনমত গঠন ছাড়াও নিজ এলাকা খুলনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানুষের পাশে থেকে তিনি নানাভাবে সহযোগিতা করে এসেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতেয়াজ নাহিদ জানান, ২০১০ সালে তাকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে পারভেজ মল্লিকের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। মিথ্যা মামলায় তাকে জড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাহিদ বলেন, “পারভেজ মল্লিকের সতীর্থ অনেকে সে সময় গুম ও ক্রসফায়ারের শিকার হন। ফলে বাধ্য হয়ে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। কিন্তু প্রবাসে থেকেও তিনি আমাদের আন্দোলনের প্রধান শক্তি হয়ে ছিলেন। তার বুদ্ধি, পরামর্শ, অর্থ এবং সাহস আমাদের প্রতিটি সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে।”
আরও পড়ুনঃ বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার খুন
দীর্ঘ প্রবাস জীবনের অবসানে দেশে ফেরার প্রসঙ্গে পারভেজ মল্লিক বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন মূলত ফ্যাসিস্ট হাসিনার পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটাধিকারের জন্য ছিল। আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলন পূর্ণতা পাবে।”
পারভেজ মল্লিকের স্বদেশ প্রত্যাবর্তন জাতীয়তাবাদী চেতনার প্রতিটি সৈনিকের কাছে একটি বিশেষ তাৎপর্য বহন করে। দেশের রাজনৈতিক অঙ্গনে তার প্রত্যাবর্তন নতুন আশার সঞ্চার করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।