শেখ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধি: সাভারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের দিনব্যাপী সম্মেলন।
শনিবার (২৮ জুন ২০২৫) সাভারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগঠনকে মজবুত করা ছাড়া কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং দলীয় কর্মীদের আত্মশুদ্ধি ও নিষ্ঠার মাধ্যমে এই দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময় ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জিং। অপপ্রচার ও ষড়যন্ত্রের মুখে আমাদের অটল থেকে এগিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলনের নেতৃত্ব শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি ইবাদতের অংশ—এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, যিনি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও পরিচিত।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় শুরা সদস্য ও রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, “ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা মাটি ও মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আপনাদের সততা, সাহস ও নিষ্ঠার মাধ্যমেই ইসলামী আন্দোলনের ভিত্তি দৃঢ় হচ্ছে।”
অ্যাডভোকেট মসিউল আলম বলেন, “ইসলামি সমাজ গঠনে গণভিত্তি তৈরি অপরিহার্য। প্রত্যেক ঘরে ঘরে দাওয়াতি কাজের মাধ্যমেই গণআন্দোলনের ভিত্তি সুদৃঢ় হবে।”
আরও পড়ুনঃ দলের নেতাকে লাথি মারার ঘটনায় এনসিপির আরেক নেতাকে অব্যাহতি, প্রধান সমন্বয়কের পদত্যাগ
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মো. আব্দুর রউফ, অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, মাওলানা মো. শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট শহিদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীমসহ জেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারিরা।
সম্মেলনে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী। সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে দলীয় আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।