
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। কিন্তু নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী।”
শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “নির্বাচন না হলে জানা যাবে না কারা দুইটা না তিনটা সিট পাবে, কারা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশছাড়া হবে। তাই নির্বাচনটা খুব জরুরি।”
দুদু বলেন, “নির্বাচন ঠেকাতে কৌশলে বিচারের নামে, সংস্কারের নামে নতুন নতুন ফেতনার জন্ম দেওয়া হচ্ছে। কিন্তু ইতিহাস বলে, বিএনপি নতুন কোনো শক্তি নয়—একাধিকবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে।”
তিনি বলেন, “তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডনে বৈঠকের পর দেশে একটা আশার সঞ্চার হয়েছে যে, একটি নির্বাচন হবে। সরকারকে বলবো—আগামী ফেব্রুয়ারির প্রথম বা মাঝামাঝি একটি নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তাহলে চলমান রাজনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে।”
আরও পড়ুনঃ বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের হাইব্রিড কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার মামলা, সাজা ও দলের হাজারো নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যই প্রকাশ পেয়েছে। শেখ হাসিনা মনে করেছিলেন, এভাবে বিএনপিকে দমন করা যাবে। কিন্তু ইতিহাস তা কখনো সমর্থন করে না।”
শামসুজ্জামান দুদু আরও বলেন, “ছাত্র-জনতা, বিএনপি ও ছাত্রদলের যারা বুকের রক্ত দিয়েছে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আহতদের চিকিৎসার দায়িত্ব যেমন সরকার নিয়েছে, বিএনপিও নিচ্ছে। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফেরানো যাবে না, বাংলাদেশকে রক্ষা করা যাবে না।”
তিনি বলেন, “আওয়ামী লীগের আগামী ১০০ বছরে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কারণ আওয়ামী লীগ নিজেই নিজেদের ধ্বংস করেছে। আর সেই ধ্বংসযজ্ঞের নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনা।”