
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ যারা নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, তাদের রাজনৈতিক দল বলা যায় না—তারা বরং প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (১৩ জুলাই) বিকেলে নগরীর মুরাদপুর শিক্ষা বোর্ড সংলগ্ন এলজিইডি ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলের ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “নির্বাচনে অংশ না নিয়ে, নির্বাচন করতে না দিয়ে, অন্যদেরও নির্বাচন করতে না দিয়ে যারা গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চায়, তাদের রাজনৈতিক দল বলা যায় না। তারা আসলে প্রেসার গ্রুপের মতো আচরণ করছে। এই ভূমিকা রাজনৈতিক না, বরং গণতন্ত্রবিরোধী।”
তিনি বলেন, “এই দেশে এমনও গোষ্ঠী তৈরি হয়েছে যারা বলছে, নির্বাচনের দরকার নেই। তারা গণতন্ত্রের শত্রু। অথচ বিএনপি সহনশীলতা, সম্মান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে। সেই পথেই বিএনপি রাজনীতি চালিয়ে যাবে।”
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে খসরু বলেন, “ঢাকায় ১০ জন লোক বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেই হবে না, রাজনৈতিক সংস্কারের প্রয়োজন। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।”
আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “নোমান ভাই ছিলেন মাঠের রাজনীতির অন্যতম সাহসী মুখ। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন একটি প্রতিষ্ঠান। বিএনপিকে ঘুরে দাঁড়াতে তিনি যে ভূমিকা রেখেছেন, তা চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে এসআরডিআই প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা ও মতবিনিময়
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন আপসহীন গণতান্ত্রিক রাজনীতির একজন সাহসী সৈনিক। গণতন্ত্র রক্ষায় তার অবদান জাতি চিরকাল মনে রাখবে। তিনি একজন জননন্দিত রাজনীতিক হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন।
সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।