spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদরাজনীতিবিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোররাতলা ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

লিফলেট বিতরণকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিনবুল, সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু।

আরও পড়ুনঃ ধোঁয়াশা কাটিয়ে সাজিদের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে ঐক্যবদ্ধ সকল ছাত্রসংগঠন

নেতারা বলেন, দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি। তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।

নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শুধু রাজনৈতিক দল নয়, দেশের সব সচেতন নাগরিককে এই আন্দোলনের অংশ হতে হবে— কারণ এ লড়াই জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই।