নিজস্ব প্রতিনিধিঃ রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, "একেবারে সহজ-সরল বাংলায় যদি বলি, দেশের অবস্থা একেবারে ভালো না। অনেকগুলো বিপদ-বিপত্তি, যেটিকে আমরা অশনি সংকেত বলি—একেবারে উল্কার বেগে দেশের দিকে ধেয়ে আসছে।"
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, গত ১১ মাসে সরকারের যে শক্তি ছিল, তা কমতে কমতে এখন এক নড়বড়ে অবস্থায় এসে দাঁড়িয়েছে। এমনকি এখন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মনে করছে, সরকারকে একটি ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, "সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এতটাই ভীত-সন্ত্রস্ত অবস্থায় আছেন যে, এ অবস্থায় কোনো কার্যকর প্রশাসনিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।"
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "মানুষের অভাব, অভিযোগ ও অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। মানুষ উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছে না। যার ফলে সমাজে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে।"
আরও পড়ুনঃ “সকল পরিচয়ের ঊর্ধ্বে আমাদের দেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি” – ইউএনও রবিন শীষ
তিনি আক্ষেপ করে বলেন, “দেশ একদিকে দারুণ সম্ভাবনার দিকে যাচ্ছিল, আরেকদিকে আমরা নিজেরাই সেই পথ রুদ্ধ করে ফেলেছি। এখন সংকট এতটাই গভীরে গিয়েছে যে, এর থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছে।”
গোলাম মাওলা রনি তার বক্তব্যে রাজনৈতিক দলগুলোকেও সমালোচনা করে বলেন, "সব পক্ষই শুধু ক্ষমতার কৌশল নিয়ে ব্যস্ত। কিন্তু জনগণের বাস্তব সমস্যার দিকে তাদের কারোই নজর নেই।"
উল্লেখ্য, গোলাম মাওলা রনি একাধারে সাবেক সাংসদ, রাজনীতিক এবং গণমাধ্যম বিশ্লেষক হিসেবে পরিচিত। রাজনৈতিক বাস্তবতা এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে।