spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিআশুলিয়ায় ৩১ দফা প্রচারে উঠান বৈঠক, শহীদ পরিবারদের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবদল...

আশুলিয়ায় ৩১ দফা প্রচারে উঠান বৈঠক, শহীদ পরিবারদের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবদল নেতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সাভারের আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড (কাঠগড়া) এলাকায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক।

রবিবার (৩ আগস্ট) বিকেলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদ সরকারের পতনের আন্দোলনে যারা জীবন দিয়েছেন—ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ—তাদের প্রতি আমরা চিরঋণী। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে শহীদ পরিবারগুলোর দায়িত্ব দলীয়ভাবে গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: কাজ বন্ধ, কোম্পানির দায় স্বীকার

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি দলীয় রূপরেখা নয়, এটি একটি গণমুখী রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা। এই রূপরেখার মাধ্যমে দেশকে দুর্নীতি, দুঃশাসন ও দখলদারিত্ব থেকে মুক্ত করা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো. সাহাবউদ্দিন বেপারী। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা জনগণের সঙ্গে যুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, ৩১ দফা প্রচারে তৃণমূল পর্যায়ে এই ধরনের উঠান বৈঠক নিয়মিত চালিয়ে যাওয়া হবে।