spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদরাজনীতিআমলাতন্ত্র ক্ষমতার দিকেই ঝুঁকে পড়ে: নুরুল হক নুর

আমলাতন্ত্র ক্ষমতার দিকেই ঝুঁকে পড়ে: নুরুল হক নুর

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে তীব্র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “আমলাতন্ত্রের চরিত্র এমন যে, বৃষ্টি যেদিকে, ছাতাও সেদিকে—ক্ষমতার বাতাস যেদিকে যাবে, তারা সেদিকেই ঝুঁকে।”

রোববার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘জুলাইয়ের প্রতিশ্রুতি: প্রত্যাশা বনাম বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতাটির আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা।

নুরুল হক নুর আরও বলেন, “প্রশাসন যদি আগে থেকেই ধরে নেয় কোন দল ক্ষমতায় আসবে এবং সেই দলের হয়ে কাজ শুরু করে, তাহলে বর্তমান সরকারের কথাও তারা শুনবে না। প্রশাসন একদিকে হেলে পড়লে সুষ্ঠু নির্বাচনের সুযোগ নষ্ট হবে।”

তিনি নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “গত ১১ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখন যদি নির্বাচনের তোড়জোড় শুরু হয় এবং আগের মতো ডামি নির্বাচন হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না এবং দেশে মহাসংকট তৈরি হবে।”

আরও পড়ুনঃ আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার

এসময় তিনি সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, “যদি মনে করা হয় বিএনপি ক্ষমতায় আসবে এবং এনসিপি বিরোধী দলে থাকবে, তাহলে সেটিও ভুল ধারণা। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।