

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে জনসমুদ্রের সৃষ্টি হয়। সমাবেশটি পরে এক মহাসমাবেশে রূপ নেয়।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— এডভোকেট জসিম উদ্দিন সরকার (ঢাকা-১০ আসনের মনোনীত প্রার্থী), ড. হেলাল উদ্দিন (ঢাকা-৮), ড. শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২), দেলাওয়ার হোসেন (ঠাকুরগাঁও-১), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪), মোহাম্মদ কামাল হোসেন (ঢাকা-৫), ড. আব্দুল মান্নান (ঢাকা-৬), মুহাম্মদ শামছুর রহমান, কবির আহমেদ (ঢাকা-৯)।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল গণমানুষের স্বৈরাচারবিরোধী লড়াইয়ের চূড়ান্ত রূপ। এই দিনে ছাত্র-জনতার ঐক্য ও আত্মত্যাগের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।”
তারা আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে আবারও জনতার জাগরণ হবে। কারণ জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার এবং নৈতিক নেতৃত্ব চায়।”
আরও পড়ুনঃ ‘হাসিনা পালায় না’ গেমে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ, গানে-গেমে উদযাপিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল বের হয় পল্টন মোড় থেকে। মিছিলটি প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথজুড়ে ছিল স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড। মিছিলে ‘ফ্যাসিবাদের পতন চাই’, ‘শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে’, ‘জবাবদিহিমূলক রাষ্ট্র চাই’— এমন নানা শ্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।