
মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ “এদেশের কিছুসংখ্যক মানুষ ও বিশেষ রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই-আগস্টের মুক্তিযোদ্ধা। তাই এই আন্দোলন নিয়ে বিভেদ সৃষ্টি নয়, বরং ঐক্যবদ্ধভাবে কল্যাণ রাষ্ট্র নির্মাণে কাজ করতে হবে”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্ব বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, মো. লুৎফর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ আরও অনেকে।
আরও পড়ুনঃ শহীদ সাজিদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান
সমাবেশে বক্তৃতাকালে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “বিগত ১৫ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী-বাকশাল সরকার দেশে দুঃশাসন চালিয়ে গেছে। এর প্রতিবাদে ছাত্র-জনতা একত্রিত হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় করেছে। অথচ এখন তারা পুনরায় ফিরে আসার ষড়যন্ত্র করছে। জামায়াত এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জনতার সাথেই আমরা আছি।”
তিনি আরও বলেন, “যারা নতুন করে স্বৈরাচারী মনোভাব নিয়ে ক্ষমতায় আসতে চায়, জনগণ তাদেরও মেনে নেবে না। জামায়াতের আন্দোলন ন্যায়ের পক্ষে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এই আন্দোলন চলবেই।”
আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেশকে সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিগত ৫৪ বছর ধরে জনগণ শুধু প্রতিশ্রুতি শুনেছে, মুক্তি পায়নি। এবার জামায়াতকে সুযোগ দিলে ইতিহাস গড়া সম্ভব হবে। দুর্নীতিবাজদের হয় দুর্নীতি ছাড়তে হবে, নয়তো জেলে যেতে হবে।”
সমাবেশ শেষে গণমিছিলটি সাভার মডেল মসজিদ থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্যে জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।