
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, “বাংলাদেশে যুবসমাজের বেকারত্ব ক্রমশ বাড়ছে। এ সমস্যার সমাধানে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।”
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব বলেন। উপজেলা দলীয় কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে শেষ হয়।
তিনি আরও বলেন, “ পাশাপাশি দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম রোধে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া উচিত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিগত দিনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের এবার দায়িত্ব না দেওয়াই উত্তম।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোখলেছুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি প্রভাষক মাওলানা কাওছার আলী।
আরও পড়ুনঃ রামগঞ্জে ডাক্তারের অবহেলায় অ্যান্টিভেনম না দেওয়ায় সাপে কাটা শিশুর মৃত্যু
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, উপজেলা আমীর মাওলানা মো. আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সহ-সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান এবং উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং যুব সমাজের অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।