spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচন: শিবিরের ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত প্যানেলে...
প্রচ্ছদরাজনীতিকবি মল্লিক স্মরণে সম্মিলনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কবি মল্লিক স্মরণে সম্মিলনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে আধুনিক বাংলা গানের অন্যতম পথিকৃৎ কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শহরের একটি সুনামধন্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক তৌফিক এলাহী। সহকারী পরিচালক নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, তরুণ্য শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান রাফিউজ্জামান রাফি এবং সংগঠনের শিল্পীবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে তৌফিক এলাহী বলেন, “কবি মতিউর রহমান মল্লিক ছিলেন আধুনিক বাংলা গানের অন্যতম পথিকৃৎ। তাঁর গান, কবিতা ও সাহিত্যকর্ম আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন নৈতিক, মানবিক ও আলোকিত মানুষ, যাঁর চিন্তা-ভাবনা নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।”

আরও পড়ুনঃ যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করতে নতুন শিল্প কারখানা চালুর বিকল্প নেইঃ গোলাম রব্বানী

কবি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথি জোবায়ের আহম্মেদ বলেন, “মল্লিক ভাই শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আন্দোলনকারী ও সংগ্রামী মানুষ। তাঁর গান ছিল মুক্তি, ন্যায় ও মানবতার পক্ষে এক দৃঢ় কণ্ঠস্বর। আমরা তাঁর আদর্শ ও কর্মকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাব।”

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।