

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আনন্দ র্যালি ও আলোচনা সভা।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়।
দিনটি উপলক্ষে বিকেলে একটি আনন্দ র্যালি নালিতাবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি গড়কান্দা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পরেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ দলের ইতিহাস, ত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন রুমান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুফাসসেল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন অপু।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রাজশাহী কলেজে বিক্ষোভ, লং মার্চের ঘোষণা
বক্তারা বলেন, “নালিতাবাড়ী–নকলা আসনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, যুবদলসহ সব অঙ্গসংগঠন ঐ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।” তারা আরও বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে স্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। পুরো আয়োজন জুড়ে ছিল ঐক্যের আহ্বান, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও সংগঠনের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রত্যয়।