বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীর সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলুর বিরুদ্ধে বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। চার মাস পার হলেও এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্ন উঠেছে।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলুর বিরুদ্ধে অভিযোগ, তিনি অন্যান্য শিক্ষকদের না জানিয়ে স্টকে থাকা ৩৫৫ কেজি বই বিক্রি করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গত ৯ সেপ্টেম্বর এ ঘটনায় তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ একাডেমিক অফিসার মাসুদুর রহমানকে দায়িত্ব দেন এবং সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
তবে চার মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে, কেন সাত দিনের কাজ এত দীর্ঘায়িত হলো।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু বলেন, “আমি যা করেছি, সকলকে জানিয়ে করেছি। এখন যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।”
তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “দেশের পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের কারণে সময় মতো তদন্ত শেষ করা সম্ভব হয়নি। তবে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”
আরও পড়ুনঃ নগরবাসীর উন্নয়নে আবাসিক সোসাইটি গুলোর নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে:মেয়র ডা. শাহাদাত
উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, “আমি নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্তে বিলম্বের কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।