মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের সন্নিকটে অবস্থিত ফুটওভার ব্রিজটি বর্তমানে এলাকাবাসী ও দর্শনার্থীদের জন্য ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটির রেলিং ভেঙে পড়েছে, সিঁড়ির ধাপগুলো ক্ষয়ে গেছে এবং পাটাতন পাতলা হয়ে পড়েছে। লোহার স্ট্রাকচারেও জং ধরেছে বিস্তরভাবে। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠছে।
দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় ব্রিজটির রেলিং, সিঁড়ি ও পাটাতনে দেখা দিয়েছে মারাত্মক ক্ষয়, ফাটল ও মরিচা। ফলে প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী ও স্মৃতিসৌধে ঘুরতে আসা দর্শনার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হচ্ছেন ব্রিজটি ব্যবহার করতে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির বর্তমান অবস্থা এতটাই বিপজ্জনক যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশুসহ পরিবার নিয়ে চলাচল করা মানুষদের জন্য এটি রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, ব্রিজটি দ্রুত সংস্কার না হলে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে।
স্মৃতিসৌধে ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন, “এটা আমাদের দেশের একটি গর্বের প্রতীক। অথচ তার পাশে থাকা এই ফুটওভার ব্রিজের এমন করুণ অবস্থা জাতির জন্য লজ্জাজনক।” তিনি আরও বলেন, “সিঁড়ির কয়েকটি ধাপে পা দিলেই নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এটি হয়তো এখনই বন্ধ করে সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।”
এলাকাবাসী মনে করেন, জাতীয় স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনার পাশে থাকা এ ফুটওভার ব্রিজটির বেহাল দশা সরকারি অবহেলার প্রতিচ্ছবি। প্রতিদিন দেশ-বিদেশ থেকে আগত হাজারো দর্শনার্থী এই বিপজ্জনক ব্রিজ ব্যবহার করতে গিয়ে বিব্রত হচ্ছেন।
আরও পড়ুনঃ সাভারে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
ব্রিজটির দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের মানিকগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার আলম এবং নয়ারহাট সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, স্মৃতিসৌধের মর্যাদা রক্ষায় এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে এই ফুটওভার ব্রিজটি মেরামত কিংবা পুনর্নির্মাণ করা হোক।