spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনবাবাকে হারিয়েও দমেননি রাজশাহী কলেজের মোহাম্মদ আলী, সামলাচ্ছেন পরিবার ও লেখাপড়া

বাবাকে হারিয়েও দমেননি রাজশাহী কলেজের মোহাম্মদ আলী, সামলাচ্ছেন পরিবার ও লেখাপড়া

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী এখন একটি অদম্য নাম। সাত বছর আগে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি—বাবাকে হারানোর পর জীবন যখন থমকে যাওয়ার কথা, তখনই আলী তা ধরে রেখেছেন দৃঢ়তায়, জেদে এবং দায়িত্ববোধে। বাবার মৃত্যুর পর থেকে সংসারের হাল ধরার পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি।

দিনাজপুর জেলার বাসিন্দা হলেও পড়াশোনার জন্য বর্তমানে রাজশাহীর বাটার মোড় এলাকায় একটি মেসে থাকছেন মোহাম্মদ আলী। পরিবারের হাল ধরতে গিয়ে শুরু করেছেন নিজ হাতে ছোট ব্যবসা—চটপটি, ফুসকা ও হালিম বিক্রি করেন প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজশাহী সরকারি সিটি কলেজের সামনে।

এছাড়াও সকালবেলা ক্লাস শেষে সময় বের করে একটি টিউশনিও করান তিনি। এই দুই উৎস থেকেই আসে তার উপার্জন, যা দিয়ে নিজের খরচ চালানো ছাড়াও পরিবারের কাছেও টাকা পাঠান নিয়মিত।

ব্যবসা শুরুর সময় নানা প্রতিকূলতা আর অর্থনৈতিক সংকটে পড়লেও হাল ছাড়েননি। স্বপ্ন আর পরিশ্রমের সংমিশ্রণে তার তৈরি খাবার এখন ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। আর প্রতিদিন দোকান শেষে ফিরে নিজের নির্ধারিত পড়ার সময়টাও ব্যয় করেন একাডেমিক প্রস্তুতিতে।

আরও পড়ুনঃ ইবি ছাত্রীকে হেনস্তা, বাস সহযোগীর শাস্তির দাবি

মোহাম্মদ আলী বলেন, “আমি চাই শিক্ষা শেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে অবদান রাখতে। পাশাপাশি আমার স্বপ্ন, ভবিষ্যতে নিজের নামে একটি রেস্টুরেন্ট চালু করবো।”

তাঁর এই সংগ্রামী পথচলা সহপাঠীদের মাঝেও ছড়াচ্ছে অনুপ্রেরণা। অনেকেই মনে করেন, এমন জীবনযুদ্ধ তরুণ সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বাবাহীন জীবনে সামাজিক ও আর্থিক প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে নিজের স্বপ্ন এবং পরিবারের দায়িত্ব দুটোই সামলে নেওয়া মোহাম্মদ আলীর গল্প সত্যিই বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের শক্তি ও সাহসের প্রতিচ্ছবি।