ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৬ জুলাই শহিদ দিবসে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে’ স্লোগান লেখার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। ঘটনাটি সামনে আসার পর ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করলেও ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি। এতে ক্ষোভ ও নিরাপত্তা শঙ্কায় ভুগছে সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, “অর্ধ মাসেও প্রতিবেদন জমা না পড়ায় আমরা অন্তত হতাশ হয়েছি। প্রশাসনের এই অবহেলা শিক্ষার্থীদের আস্থাকে দুর্বল করে। আমরা চাই এমন সংবেদনশীল বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”
গণিত বিভাগের শিক্ষার্থী মুসতানসির মুয়াজ বলেন, “একজন শিক্ষার্থী হিসেবে আমি ১৬ জুলাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এমন স্লোগান লেখা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কলুষিত করেছে এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন আসেনি, যা প্রশ্নের জন্ম দিচ্ছে।”
আরও পড়ুনঃ তারুণ্যের শক্তিতে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ: ডা. শাহাদাত হোসেন
বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিন বলেন, “ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও ১৬ জুলাই ‘জয় বাংলা’ লেখা হলো। এরপর তদন্ত কমিটি গঠিত হলেও আমরা এখনও কোনও দৃশ্যমান অগ্রগতি দেখিনি। আমরা বারবার দেখি, কমিটি হয়, কিন্তু প্রতিবেদন আলোর মুখ দেখে না।”
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ড. ইলিয়াছ প্রামানিক বলেন, “তদন্ত প্রতিবেদনের কাজ চলছে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই এমন রাজনৈতিক স্লোগান ক্যাম্পাসের দেয়ালে লেখা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ঘটনাটিকে অনেকে বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন। দ্রুত প্রতিবেদন প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।