spot_img

― Advertisement ―

spot_img

খুবিতে কর্মদক্ষতায় উজ্জ্বল ৫ কর্মচারী পেলেন প্রেষণামূলক প্রণোদনা

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও কাজের মান মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ৫ জনকে প্রেষণামূলক প্রণোদনা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৪...
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনপাটের ব্যানার তৈরি করে নজর কাড়ছে প্রজেক্ট ‘সমৃদ্ধি’

পাটের ব্যানার তৈরি করে নজর কাড়ছে প্রজেক্ট ‘সমৃদ্ধি’

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ শহরের রাস্তাঘাটে প্রচারণার নামে প্লাস্টিকের তৈরি ব্যানার ও প্যানার ছড়িয়ে পড়ার মধ্যে একদম ভিন্ন এক উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এসেছে প্রজেক্ট ‘সমৃদ্ধি’। পরিবেশবান্ধব ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধনে তারা তৈরি করছে পাটের ব্যানার, যা নজর কাড়ছে শহরবাসীর।

দেশের ঐতিহ্যবাহী ‘সোনালী আঁশ’ পাটকে ভিত্তি করে তৈরি এসব ব্যানার শুধুমাত্র পরিবেশবান্ধব নয়, হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে। প্রথমে নিজেদের প্রয়োজনে শতভাগ দেশীয় পাটের কাপড়কে ক্যানভাস হিসেবে ব্যবহার করে হাতে আঁকা বার্তা ও নকশা দিয়ে ব্যানার তৈরি শুরু করে প্রজেক্ট ‘সমৃদ্ধি’।

এরপর দ্রুত এই ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়ে এবং নানা স্থান থেকে আগ্রহ দেখা দেয়। ইতোমধ্যে ১৫টি কাস্টমাইজড পাটের ব্যানার প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুনঃ জুলাই ঘোষণা পত্রে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নিঃ শিবির সভাপতি

প্রজেক্ট ‘সমৃদ্ধি’র সহ-প্রতিষ্ঠাতা নিশাত জাহান নাদিরা বলেন, “আমরা চাই মানুষ পাটকে আবার চিনুক, ভালোবাসুক। শুধু প্রচারণার জন্য কেন, এমন কিছু ব্যবহার করব যা প্রকৃতিকে নষ্ট করে? এই ব্যানারগুলো দিয়ে আমরা বিকল্পের এক বাস্তব উদাহরণ দেখাচ্ছি।”

এই ব্যানারগুলো শুধু প্রচার মাধ্যম নয়, পরিবেশ সচেতনতা, শিল্পচর্চা ও দেশীয় ঐতিহ্যের একসঙ্গে বহিঃপ্রকাশ হিসেবে কাজ করছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটকে পুনরায় ব্যবহার করার এই প্রয়াস নতুন প্রজন্মকে সোনালী আঁশের সঙ্গে আবার পরিচয় করিয়ে দিচ্ছে।