মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ১ম টেস্টের চতুর্থ দিনের ১ম সেশনে লাঞ্চের আগেই বাংলাদেশের যাবতীয় প্রতিরোধ থেমে গিয়েছে এক অশ্বিনের কাছে। এতে প্রথম টেস্টে ২৮০ রানে বড় জয় ভারতের।
তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১৫৮। চতুর্থ দিন ৭৬ রান জোড়েন বাংলাদেশের ব্যাটাররা। ভারতকে এদিন প্রথম উইকেট এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ দিনের সকালে প্রথমবার আক্রমণে এসেই শাকিবকে (২৫) ফেরান অশ্বিন। টেস্টে শাকিবের খারাপ সময় চলছেই। ৭ ইনিংসে কোনও পঞ্চাশ নেই বাংলাদেশের তারকা অলরাউন্ডারের।
অশ্বিনের পরে বাংলাদেশের ইনিংসে আঘাত হানেন জাদেজা। তিনি ফেরান লিটন দাসকে (১)। প্রথম ইনিংসেও খুব একটা রান আসেনি লিটনের ব্যাটে। ৪২ বলে করেছিলেন মাত্র ২২ রান। তখনও জাদেজার বলেই আউট হয়েছিলেন বাংলাদেশের ডানহাতি এই ব্যাটার। স্কোর বোর্ডে বাংলাদেশের রান তখন ৬ উইকেটে ২০৫। এর পরে ফের অশ্বিনের শিকার মেহেদি হাসান (৮)।
চতুর্থ দিনের শুরুটা শ্লথগতিতে শুরু করেছিল বাংলার বাঘেরা। দিনের প্রথম আধ ঘন্টায় ১৫ রান তোলেন শাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। বুমরার লাফিয়ে ওঠা একটি বল শাকিবের আঙুলে আঘাত করে। প্রাথমিক চিকিৎসা নিয়েও ব্যাটিং চালিয়ে যান শাকিব। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আরও আগেই হয়তো ফিরে যেতেন তিনি। রবীন্দ্র জাদেজার বলে ক্রিজের বাইরে এসে মারতে গিয়ে সময়ের গন্ডগোল করে বসেন শাকিব। ঋষভ পন্থ স্টাম্প করার সুযোগ হাতছাড়া করেন।
আরও পড়ুনঃ বৈষম্য-বিশৃংখলা সৃষ্টি না করে শান্তিরবার্তা দিতে হবেঃ কেন্দুয়ায় বিএনপির পথসভায় দুলাল
এক প্রান্ত দিয়ে একের পর এক উইকেট বাংলাদেশ হারালেও অন্য প্রান্ত আগলে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। শেষমেশ ৮২ রানে তিনি আউট হন জাদেজার বলে। শান্ত ফিরে যাওয়ার পরে তাসকিন ও হাসান মাহমুদ এলেন আর গেলেন। রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে রীতিমতো আজ আত্মসমর্পণ করল বাংলাদেশ।দেখতে দেখতে ৪ উইকেটে ১৯৪ থেকে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।