স্পোর্টস ডেস্কঃ আলি খানের প্রথম বলেই দারুণ ড্রাইভে চার মারলেন অ্যারন জনসন। বাউন্ডারি দিয়ে শুরুর পর ইনিংসের বাকি পথে দলকে এগিয়ে নিলেন নাভনিত ধালিওয়াল ও নিকোলাস কার্টন। শেষ দিকে শ্রেয়াস মোভার ক্যামিও ইনিংসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ড কানাডার, বিশ্ব দেখলো রান বন্যা।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার সংগ্রহ ৫ উইকেটে ১৯৪ রান। টুর্নামেন্টে কোনো আইসিসি সহযোগী সদস্য দেশের এটিই সর্বোচ্চ দলীয় স্কোর।
এত দিন ধরে শীর্ষে ছিল নেদারল্যান্ডসের ৪ উইকেটে ১৯৩ রান। ২০১৪ আসরে আয়ারল্যান্ডের ১৮৯ রানের জবাবে মাত্র ১৩.৫ ওভারে এই রান করেছিল ডাচরা। সব দেশ মিলিয়ে বিশ্বকাপের রেকর্ড শ্রীলঙ্কার। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান।
৪টি ওয়ানডে বিশ্বকাপ খেলা এবারই প্রথম খেলছে টি-টোয়েন্টির বিশ্ব আসরে। রোববার ভোরে তাদের রেকর্ড পুঁজি এনে দেওয়ার কারিগর ধালিওয়াল ও কার্টন। আসরের প্রথম ফিফটিতে ৪৪ বলে ৬১ রান করেন ধালিওয়াল। চার নম্বরে নেমে কার্টন খেলেন ৩১ বলে ৫১ রানের ইনিংস।
আরও পড়ুনঃ প্রস্তুতি ম্যাচে ৬২ রানের বড় হার বাংলাদেশের
টস হেরে ব্যাটিংয়ে নামা কানাডাকে ভালো শুরু এনে দেন জনসন ও ধালিওয়াল। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৪৩ রান। তৃতীয় ওভারে আলির বলে তিনটি চার মারেন জনসন। পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন ১৬ বলে ২৩ রান করা জনসন।
তিন নম্বরে নামা পারগাত সিং বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় উইকেটে কার্টনকে নিয়ে ৩৭ বলে ৬২ রানের জুটি গড়ে তোলেন ধালিওয়াল। বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কানাডা। ১৫তম ওভারে কোরি অ্যান্ডারসনের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন ধালিওয়াল। ৬ চারের সঙ্গে ৩টি চার মারেন তিনি।
এরপর দলকে দেড়শ পার করিয়ে থামেন কার্টন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংসে ৩ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। শেষ দিকে দুটি করে চার-ছক্কায় ১৬ বলে ৩২ রান করেন মোভা।