মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ টি টোয়েন্টি মানেই এক রোমাঞ্চকর খেলা । সময় মতো কম খেলা যেন ততো বেশি ই মনোমুগ্ধকর। মানুষের আগ্রহের ও যেন কমতি নেই এই টি টোয়েন্টিতে খেলা নিয়ে, তবে এখন তো আবার বিশ্বকাপ। আর বিশ্বকাপ মাতাতে বিশ্বকাপ এর ৭ম ম্যাচে প্রায় সমান শক্তিধর দুই দল লড়াইয়ের জন্য মাঠে নামছে ।নেদারল্যান্ডস-নেপাল এই দুটি দলের খেলা মানেই যেন ছোট দলের বড় খেলা ।
আজ মঙ্গলবার (৪ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে নেপাল ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। এই গ্রুপের বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি পা রেখেছে নেদারল্যান্ডস। সবশেষ ২০২২ সালের ইভেন্টটিতে সেরা আটে থেকে শেষ করেছিল স্কট এডওয়ার্ডস এর দল রা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক নয় নেপাল।বাছাইপর্বের বাধা পেরিয়ে ১০ বছর পর বিশ্বকাপে এসেছে নেপাল। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে (হংকং ও আফগানিস্তান) জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল তারা। সে লক্ষ্যেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন দিনের আগমনী বার্তা দিচ্ছেন নেপোলিয়নরা ।
নেদারল্যান্ডস গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যেতে চান। প্রস্তুতি ম্যাচে ডাচরা শ্রীলঙ্কাকে হারিয়ে একটা জোর ইঙ্গিত দিয়ে রেখেছে।
আরও পড়ুনঃ প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড ও স্কটল্যান্ড
ডাচ দলপতি স্কট এডওয়ার্ডের ভাষ্য, ‘আমরা যে স্টাইলে ক্রিকেট খেলি সেটা নিয়ে আত্মবিশ্বাসী এবং প্রত্যেকটা ম্যাচ জেতার আশা নিয়েই খেলব।সুপার এইটে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য।’
গ্র্যান্ড প্রেইরিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রান হয়েছে। কানাডার করা ১৯৪ রান যেন খুব সহজ ভাবেই পার করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। ড্রপ ইন পিচের এই মাঠে আজও বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে ।এই ম্যাচে নজর থাকবে নেপালের দীপেন্দ্র সিং আইরির দিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি তার। মাত্র ৯ বলে ফিফটি করেছিলেন মঙ্গোলিয়ার বিপক্ষে।ডাচ অলরাউন্ডার বাস ডি লিডির নেপালের বিপক্ষে আছে অসাধারণ পারফরম্যান্স । ৬১.৫ গড়ে করেছেন ১২৩ রান। তবে মূল লক্ষ্য যেন আজকেই । খেলা টা হতে চলেছে যেন এক মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর।
দুই দলই চাইবে জিতে গ্রুপের বাকি দলগুলোকে সতর্কবার্তা দিতে।জয় তো সবার ই আশা , তবে যদি খেলা হয় রোমাঞ্চকর তবে জয় যেন হয় ক্রীকেট প্রেমীদেরই।