spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটআইরিশদের বিরুদ্ধে বিশাল জয় চাইছে রোহিত শর্মারা

আইরিশদের বিরুদ্ধে বিশাল জয় চাইছে রোহিত শর্মারা

মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ ৫জুন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।নিউ ইয়র্কে ন্যাসাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিত শর্মারা

ভারতের সাথে আয়ারল্যান্ড মানে প্রতি মুহুর্তে আয়ারল্যান্ড এর জন্য এক নতুন করে অপেক্ষার অবসান। কারন এখন পর্যন্ত তাদের মধ্যে খেলা সাতটি টি-টোয়েন্টির সবকটিতেই জয়ী হয়েছে ভারত। আজকের আইরিশ দের একটি ম্যাচের জয় কমাতে একটা বিশাল ব্যাবধান, রোহিতদের বিরুদ্ধে এখনও পর্যন্ত জয়ের ইতিহাস রচনা করতে না পারলেও একাধিকবার ভালো লড়াই দিয়েছে তারা।

চলতি টুর্নামেন্টে জয়ের অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া (Team India)। তবে লড়াইটা খুব একটা সহজ হবে না রোহিতদের জন্য। কারণ ধারেভারে খুব বেশি পিছিয়ে নেই আয়ারল্যান্ডও। সম্প্রতি তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা।

আরও পড়ুনঃ চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাছাড়া আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভালো স্থানে রয়েছেন একাধিক আইরিশ তারকা। ফলে তাদের হালকা ভাবে নেওয়ার যে কোনও প্রশ্ন নেই, তা ভালোই জানেন রোহিতরা। এবার দেখার বিষয় আজকের এদিনের ম্যাচ একপেশেই ভাবেই জিতে নেন কোহলিরা, নাকি কোনও অঘটন ঘটাতে পারে আয়ারল্যান্ড।

এক ঝলকে দেখে নিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ / যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।

এক ঝলকে দেখে নিন আয়ারল্যান্ডেরব সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ডি বলবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যামফার, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, জস লিটল, বেন হোয়াইট।