spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটআমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি: সাকিব

আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি: সাকিব

অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন দলের সবচেয়ে বড় তারকা চৌকস অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন। টুর্নামেন্ট ভালো খেলার জন্য শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের রসিকতায় হাসির রোল উঠল।

মূলত গত বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় বাংলাদেশ দলের এক তরুণ স্পিনার সম্প্রচারকারী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই!’ সেই থেকে বাংলাদেশ দলকে ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রের মাটিতে। ব্যাটে বলে কিছুটা খারাপ সময়ই পার করছে টাইগাররা। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে বড় হার।

আরও পড়ুনঃ স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান

টানা হার বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে তৈরি করেছে হতাশা। তবে বিশ্বকাপে শুভসূচনার প্রত্যয় নিয়ে গতকাল বুধবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্তর দল।

এদিন অনুশীলনের সময় সাকিবকে ফুরফুরে মেজাজেই দেখা গেল। অনুজ সতীর্থ স্পিনারদের ও অনুজ ব্যাটারদেরও সহায়তা করছিলেন পরামর্শ দিয়ে। অনুশীলনেই দেখা গেল তরুণ স্পিনার তানভীর ইসলামের সঙ্গে বিপিএলে সেই বিখ্যাত পুষ্পা উদযাপন নিয়ে রসিকতা করতে।