spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেট৯উইকেটে নামিবিয়াকে হারিয়ে সুপার আটে অস্ট্রেলিয়া

৯উইকেটে নামিবিয়াকে হারিয়ে সুপার আটে অস্ট্রেলিয়া

মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ নামিবিয়ার বিপক্ষে আজ টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক।জাম্পা-হ্যাজেলউডদের বোলিং তোপে মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া।৫ ওভার ৪ বলেই নামিবিয়ার দেয়া ৭৩ রানের টার্গেটে চলে যায় অজিরা। ৯ উইকেট হাতে রেখে জিতেছে ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। এবং ৯ উইকেটে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল অস্ট্রেলিয়া

প্রত্যেকেই ব্যাট করেছেন ২০০ বা তার বেশি স্ট্রাইকরেটে। ডেভিড ওয়ার্নার করেছেন ৮ বলে ২০। তার স্ট্রাইকরেট ২৫০। ডেভিড উইসার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন তিনি। এরপর বাকি কাজ সেরেছেন ট্রাভিস হেড এবং অধিনায়ক মিচেল মার্শ। হেড করেছেন ১৭ বলে ৩৪, আর মার্শের ৯ বলে এসেছে ১৮ রান। দুজনেরই স্ট্রাইকরেট ২০০।

আরও পড়ুনঃ কানাডাকে হারিয়ে সুপার এইটের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

অন্যদিকে নামিবিয়ার সেই অল্প রানটাও এসেছে নামিবিয়া অধিনায়ক জেরহার্ড এরাসমাসের করা ৪৩ বলে ৩৬ রানের সুবাদে। বাকি ব্যাটারদের মধ্যে কেবল দুই অংকের দেখা পেয়েছেন মাইকেল ভন লিনগেন,দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান এসেছে তার ব্যাট থেকে।

অজি বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা একাই প্রায় ধসিয়ে দিয়েছেন নামিবিয়ার ব্যাটিং লাইনআপ। ৪ ওভার হাত ঘুরিয়ে ১২ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। এবং হয়েছেন ম্যাচ সেরা । ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস।

গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচ জেতায় আজ জিততেই সুপার এইট নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। এ গ্রুপে এখনও অনিশ্চিত ইংল্যান্ডের সুপার এইটে খেলা। ২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ১। অবস্থান টেবিলের ৩ নম্বরে।