মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ গ্রুপ পর্ব প্রায় শেষ, বাংলাদেশের সুপার এইট অনেক টাই নিশ্চিত। সুপার এইটে কারা হচ্চে বাংলাদেশের প্রতিপক্ষ চলুন দেখে নেই।
আইসিসির নির্ধারণ করা নিয়মানুযায়ী, গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে ভারত এ-১ আর পাকিস্তান এ-২ হিসেবে খেলছে। এভাবেই ‘বি’ গ্রুপে ইংল্যান্ড বি-১ আর অস্ট্রেলিয়া বি-২, ‘সি’ গ্রুপে নিউ জিল্যান্ড সি-১ আর ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ডি-১ আর শ্রীলঙ্কা ডি-২ হিসেবে খেলছে।
তবে নির্ধারিত এই দলগুলোর মধ্যে কোনোটি যদি সুপার এইটে না ওঠতে পারে তবে সেই জায়গাটি সে দলের বদলে যে দলটি শেষ আটে ওঠবে তাদের দেয়া হবে। ‘ডি’ গ্রুপে শ্রীলঙ্কাকে নির্ধারণ করা হয়েছিল ডি-২ হিসেবে। কিন্তু লঙ্কানরা শেষ আটে যেতে ব্যর্থ, তাদের বদলে সুপার এইটে পা রাখতে চলেছে বাংলাদেশ, এ কারণেই সুপার এইট পর্বে বাংলাদেশ খেলবে ডি-২ হিসেবে।
ডি' গ্রুপ থেকে সুপার এইটে গেলে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হবে, তা আগেই নির্ধারণ করে রেখেছিল আইসিসি। গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয়ে সুপার এইটে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে টাইগাররাই খেলবে পরের পর্বে।
দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। আর শ্রীলংকা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস পুরোপুরি বিদায় না নিলেও তাদের চেয়ে ঢের এগিয়ে টাইগাররা। ফলে বাংলাদেশ সুপার এইটে উঠলে লংকানদের ডি২-তে জায়গা পাবে। এতে সুপার এইটের গ্রুপ ওয়ানে যাবে বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী সুপার এইটে বেশ কঠিন প্রতিপক্ষ পাবে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষগুলো হচ্ছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সূচি অনুসারে ম্যাচগুলো ২১ জুন (ভোর ৬.৩০ মিনিট), ২২ জুন (রাত ৮.৩০ মিনিট) ও ২৫ জুন (ভোর ৬.৩০ মিনিট) অনুষ্ঠিত হবে।