spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের সাহযোগিতায় ৪ সিদ্ধান্ত

মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা সৃষ্টি হয়েছে। প্লাবিত চরাঞ্চলে বন্যার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটসাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

মো: মাহিদুজ্জামান সিয়াম, স্পোর্টস ডেস্কঃ চলমান বিশ্বকাপের পরই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শূরু হবে। আগের মতো এবারও দুই দল মুখোমুখি হবে ভারতের এক স্টেডিয়ামে।

২০১৫ সালে এক চুক্তির মাধ্যমে নিজেদের ঘরের সিরিজগুলো ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এর আগে হোম সিরিজ সেখানেই খেলেছে তারা। ২০১৮ সালে সিরিজটি তারা আয়োজন করেছিল ভারতের দেরাদুনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে রশিদ খানরা ‘হোম’ সিরিজ খেলেন গ্রেটার নয়ডায়। সবশেষ গ্রেটার নয়ডায় যদিও আফগানরা খেলেছেন ২০২০ সালে। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন ফেরার পর দেশটির ক্রিকেট বোর্ড সিরিজগুলো আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতে।

আর পড়ুনঃ সুপার এইটে কারা হচ্চে বাংলাদেশের প্রতিপক্ষ

গ্রেটার নয়ডার স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে চার বছর পর। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করেছি আমাদের আয়োজকের চুক্তি চালু করে এই সিরিজটা লম্বা বিরতির পর আয়োজন সম্ভবপর করে তুলতে। বিসিসিআইয়ের তরফ থেকে আমাদের দুটি মাঠ বরাদ্দ দেওয়া হয়েছিল, একটি কানপুরে এবং আরেকটি গ্রেটার নয়ডায়। যেহেতু অতীতে গ্রেটার নয়ডায় খেলেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সেখানে আয়োজন করতে।’

গত মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সিরিজটি দুই দলের সম্মতিতে স্থগিত করা হয়েছে। অন্য কোনো সময়ে তা আয়োজনের কথা বলা হয়েছিল তখন। এফটিপিতে জুলাই মাসে থাকা সিরিজটি যথাসময়েই মাঠে গড়ানোর সম্ভাবনা। সবগুলো ম্যাচই হবে শহিদ বিজয় সিং পাঠিক স্পোর্টস কমপ্লেক্সে।সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান

আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে সম্ভাব্য আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের অনানুষ্ঠানিক সূচি-

১ম ওয়ানডে- ২৫ জুলাই
২য় ওয়ানডে- ২৭ জুলাই
৩য় ওয়ানডে- ৩০ জুলাই

১ম টি-টোয়েন্টি- ২ আগস্ট
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট