spot_img

― Advertisement ―

spot_img

জলাতঙ্ক ভয় নয় , চাই সচেতনতা

মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছর জলাতঙ্ক রোগ নির্মূলে এবং জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কৃত সাফল্যের স্মরণে পালন করা হয়। প্রথম জলাতঙ্কের টিকা তৈরি...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটযুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ চারের রাস্তা খোলা রাখল ওয়েস্ট ইন্ডিজ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ চারের রাস্তা খোলা রাখল ওয়েস্ট ইন্ডিজ

মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সুপার এইটে পা রেখেছে দুই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অবশেষে স্বাগতিক দুই রাষ্ট্রের মুখোমুখিতে ৯ উইকেটের বিশাল জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।

আজ শনিবার (২২ জুন) বার্বাডোসের কেনিংসটন ওভালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।

আন্দ্রে রাসেল, রস্টন চেজরা করলেন দুর্দান্ত বোলিং। ব্যাট হাতে ভালো কিছু করতে পারলেন না যুক্তরাষ্ট্রের ব্যাটাররাও। শেষ অবধি তাদের থামতে হয়েছে অল্পতে।ওয়েস্ট ইন্ডিজের বোলিং তান্ডবের তোপে ১২৮ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র।

ভেজা আউটফিল্ডে আগে বল করার ফায়দাটা অবশ্য ভালোই তুলেছে ক্যারিবিয় বোলাররা। যুক্তরাষ্ট্রের হয়ে রান করেছেন গাউস ২৯, নিতীশ কুমার ২০, মিলন কুমার ১৯,শ্যাডলে ১৮, আলি খান ১৪ । বাকি সব শুন্য এবং এককের ঘরে।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের বৃক্ষরোপণ অভিযান

ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ১২৯।যুক্তরাষ্ট্রের দেওয়া এই টার্গেট ছুঁতে কোন বাঁধায় যেন পোহাতে হয়নি ক্যারিবিয়ানদের। মাত্র ১০.৫ ওভারেই এই লক্ষ্য টপকে গেছেন তারা। শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনিংয়ে নেমে একাই শাই হোপ মারলেন ৮ ছক্কা এবং টোটাল করলেন ৮২*। ৩ ছক্কা মেরে তাতে যোগ দিয়েছেন নিকোলাস পুরান ও ১২ বলে করেছেন ২৭* । এ জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুই হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।