spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটজাকের আলির ৬৮তেও হার এড়াতে পারলোনা বাংলাদেশ

জাকের আলির ৬৮তেও হার এড়াতে পারলোনা বাংলাদেশ

জাকের আলির ৬৮তেও হার এড়াতে পারলোনা বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত ১ম আন্তর্জাতিক টি২০ তে ৩ রানের জয় শ্রীলংকার।

টসে জিতে শুরুতে শ্রীলংকাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় বাংলাদেশ। কুশাল মেন্ডিসের ৩৬ বলে ৫৯ রান,ছাদেরা সামিরাওয়েকরমার অপরাজিত ৪৮ বলে ৬৪ রান ও চারিতা আচালাংকার ২১ বলে ৪৪ রানের ক্যামিওতে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল টারগেট দেয় বাংলাদেশকে। বাংলাদেশের হয়ে তাসকিন,শরিফুল ও রিশাদ একটি করে উইকেট শিকার করেন।

বড় রান তাড়ায় শুরুতে লিটন, হৃদয় ও সম্যকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২২ বলে ২০ রান করে অধিনায়ক শান্ত বিদায় নিলে অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও অভিষিক্ত জাকের আলির দুর্দান্ত ব্যাটিং এ খেলায় ফিরে বাংলাদেশ। ৩১ বলে ৫৪ রান করে মাহমুদুল্লাহ ফিরলেও জাকের আলির ব্যাটে জিতার স্বপ্ন দেখে বাংলাদেশ।

কিন্ত শেষ ওভারে শানাকার বুদ্ধিদীপ্ত বোলিংএ কাটা পড়ে জাকের। শেষ বলের ৫ রানের সমীকরণ মিলাতে পারেনি বাংলাদেশ। খেলার ম্যাথুইস, ফারনান্দো ও শানাকা ২টি করে উইকেট শিকার করেন ও থিক্সানা ও পাথিরানা ১টি করে উইকেট নেন।

ম্যাচ শেরার পুরষ্কার পান চারিথা আছালাংকা। সিরিজের ২য় টি২০ আগামী ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে।