spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটপাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্মরণীয় জয় বাংলাদেশর

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্মরণীয় জয় বাংলাদেশর

পাকিস্তানের রয়েল পিন্ডিতে অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেট হাতে রেখেই টেস্টে অবিস্মরণীয় জয় বাংলাদেশর। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড দেই পাকিস্তান কে। আজ ৯ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। কিন্তু শাকিব আল হাসান এবং মেহেদী মিরাজের একের পর আঘাতে দুর্দান্ত বলিংয়ে বিধ্বস্ত হয়ে যায় পাকিস্তান ক্রিকেট দল।

টেস্ট যেমন ধৈর্যের খেলা, ঠিক এই ফরম্যাটে সাফল্য পেতে হলে ধৈর্য ধরতে হবে খেলোয়াড় ও সমর্থকদেরও। সেই ধৈর্যের অবসান যেন ঘটলো আজ রয়েলপিন্ডিতে।

শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। এর ফলে তারা ২৯ রানের লিড পায়। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এটিই এখন সর্বনিম্ন স্কোর।এর আগের সর্বনিম্ন ছিল ১৭৫ রান, ২০০৩ সালে মুলতানে। পাকিস্তান যে ম্যাচটি জিতেছিল ১ উইকেটে, বাংলাদেশকে যে টেস্ট জিততে না পারার আক্ষেপ পুড়িয়েছে অনেক দিন! সে আক্ষেপের ২ দশক পর বিজয় দিয়ে প্রশান্তি ফিরিয়ে আনলো বাংলাদেশ।

হাতে যখন পঞ্চাশ ওভার বাকি , ঠিক তখনই ৩০ রানের টার্গেটে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ওভারে এসেছে একটি বাউন্ডারি, শাহিন শাহ আফ্রিদির বলে লিডিং-এজে সেটি পেয়েছেন জাকির হাসান। পরের ওভারে নাসিম শাহ করেছেন মেডেন, যদিও লেগবাই থেকে এসেছে আরও ২ রান। রান কীভাবে এল, আপাতত আর সেদিকে খেয়াল রাখার সময় নেই বাংলাদেশের। ৩ ওভার শেষে স্কোর ১০/০, জয়ের জন্য দরকার ২০ রান। অবশেষে ৬.৩ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ মুশফিকের ১৫০, সাথে লিড বাড়ছে বাংলাদেশের

সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮, মোহাম্মদ রিজওয়ান ১৭১, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০; লিড ১১৭ (নাহিদ ১*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিক ১৯১, মিরাজ ৭৭, শরিফুল ২২)

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৫৫.৪ ওভারে ১৪৬/৮ (রিজওয়ান ৫১*, মাসুদ ১৪, বাবর ২২, শফিক ৩৭

দ্বিতীয় ইনিংস বাংলাদেশ: ৬.৩ ওভারে ৩০/০

(জাকির ১৫ ,সাদমান ৯