
মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ ২৩ বছর অপেক্ষার পর অবশেষে পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের স্মরণীয় সে জয়ের পর এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। ২য় টেস্টের ১ম ইনিংসে মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ২৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর দ্বিতীয় দিনে খেলা শুরু হয়েছে আজ।স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
দ্বিতীয় দিনে টস জিতে বোলিংয়ে বাংলাদেশের দাপুটে খেলায় পাকিস্তান যেন দুমড়ে ভাংচুর। তবে মধ্যাহ্ন বিরতির আগে কঠিন পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের বোলাররা।মধ্যাহ্ন বিরতির আগে ৪ ছুঁই ছুঁই রানরেটে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকেরা।।
মধ্যাহ্ন বিরতির পর ২ উইকেট নিয়েছেন মিরাজ, খেলার মোড় যেন ঘুরিয়েছেন মিরাজ ই ।দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ৮৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ। তবে ভাগ্য যেন ব্যাধিবাম বেশ কিছু ক্যাচ মিস করায় কিছুটা হতাশ করলেও দুর্দান্ত সুয়িং মিরাজ ও তাসকিন এর বোলিং এ ধরা খেয়েছে পাকিস্তান।
দলীয় ১৭৯ রানে ৭৭ বলে ৩১ রান করে আউট হন বাবর। দলীয় ২১১ রানে ৬৩ বলে ২৯ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নেন টাইগার বোলাররা।সালমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। তবে দলীয় ২১১ রানে ৬৩ বলে ২৯ রান করে আউট হন তিনি।ফিফটির পরই পরই সালমানকে সাজঘরে ফেরান তাসকিন। ৯৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি।
আরও পড়ুনঃ নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে চালের দাম
পাকিস্তানের শেষ উইকেটটি মিরাজের পঞ্চম। ৬১ রানে ৫ উইকেট নিলেন বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার। মিরাজ এ নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পেলেন দশবার। এরমধ্যে পাকিস্তান অলআউট হয় ২৭৪ রানে।