spot_img

― Advertisement ―

spot_img

জলাতঙ্ক ভয় নয় , চাই সচেতনতা

মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছর জলাতঙ্ক রোগ নির্মূলে এবং জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কৃত সাফল্যের স্মরণে পালন করা হয়। প্রথম জলাতঙ্কের টিকা তৈরি...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটরাওয়ালপিন্ডির পারফরম্যান্স চেন্নাইতে প্রতিফলন, বাংলাদেশ যেন নতুন করে উজ্জীবিত

রাওয়ালপিন্ডির পারফরম্যান্স চেন্নাইতে প্রতিফলন, বাংলাদেশ যেন নতুন করে উজ্জীবিত

মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। সবার জানা, আগে কখনোই ভারতের সাথে টেস্টে পারেনি বাংলাদেশ। জয়তো বহূদুরে, ব্যাট ও বলে লড়াই করে পরাজয় এড়ানোর কৃতিত্বও যেন নাগালের বাইরে ।

তবে আত্মবিশ্বাস এর কোনো কমতি নেই । বাংলাদেশ এর সাথে আছে এখন পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করার অস্ত্র মুখী প্লেয়ার।রাওয়ালপিন্ডিতে হওয়া দুই টেস্টের চালচিত্র এক নজরে দেখলেই বোঝা যাবে, বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে সব নিয়ন্ত্রণ করেছেন। এবার রাওয়ালপিন্ডির যে স্টেডিয়ামে ১০ ও ৬ উইকেটে পাকিস্তানীদের চরমভাবে পরাজিত করেছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডির পারফরম্যান্স চেন্নাইতে প্রতিফলন, বাংলাদেশ যেন নতুন করে উজ্জীবিত ।ভারত প্রথম ইনিংসে এর মধ্যে ১০০ পার করেছে। ২৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০৩।

আরও পড়ুনঃ তরুণ কলাম লেখক ফোরাম, বশেমুরবিপ্রবি শাখার নেতৃত্বে জুবায়েদ ও মীম

২০০৯ সালে শ্রীলঙ্কার পেসার চানাকা ভেলেদেগেরার পর এই প্রথম কোনো টেস্টের প্রথম ইনিংসে প্রথম ১০ ওভারের মধ্যে ভারতের ন্যূনতম তিন ব্যাটসম্যানকে আউট করলেন হাসান মাহমুদ। এ যেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে হাজারো উৎকন্ঠা র এক খেলা।

সকালের সেশনে আউট করেছিলেন রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। এরপর দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে তুলে নিলেন ঋষভ পন্তকে। হাসান মাহমুদ ‘শো’ চলছেই! প্রতিফলন ঘটে চলেছে রয়েল পিন্ডি টেস্টের ।