spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদখেলাধুলাফুটবলফাহমিদুলকে বাদ দেওয়ায় ফুটবলপ্রেমীদের ক্ষোভ, আল্ট্রাসের 'লং মার্চ টু বাফুফে'

ফাহমিদুলকে বাদ দেওয়ায় ফুটবলপ্রেমীদের ক্ষোভ, আল্ট্রাসের ‘লং মার্চ টু বাফুফে’

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ফুটবল ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক বলে দাবি করছেন অনেকেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সরাসরি বাফুফে ভবনের সামনেও বিক্ষোভ হয়েছে।

ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে জায়গা দেওয়ার খবর আগেই প্রকাশিত হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তার নাম বাদ পড়ে চূড়ান্ত স্কোয়াড থেকে। বাফুফের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও, ‍অনেকে বলছেন, সিন্ডিকেট ও লবিংয়ের কারণে তার জায়গা হারাতে হয়েছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও এভাবে বাদ দেওয়ায় প্রশ্ন তুলেছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা।

জাতীয় দলের এক সাবেক ফুটবলার বলেন, “এভাবে একজন মেধাবী খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার ঘটনা দেশের ফুটবলের জন্য হতাশাজনক। আমরা চাই প্রতিভা ও পারফরম্যান্সের ভিত্তিতেই নির্বাচন হোক, কোনো গোষ্ঠী বা সিন্ডিকেটের চাপে নয়।”

এই সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#স্ট্যান্ডউইথফাহমিদুল’ হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালিয়েছেন ফুটবলপ্রেমীরা। পাশাপাশি, ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’ নামে ফুটবল ভক্তদের একটি সংগঠন বাফুফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভে অংশ নেওয়া এক ফুটবল সমর্থক বলেন, “এটি আমাদের ফুটবলের জন্য দুঃখজনক দিন। মেধাবীদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে দল নির্বাচন চলতে থাকলে আমাদের ফুটবল আর কোনোদিন এগোবে না।”

ফাহমিদুলকে বাদ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বাফুফে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ফুটবল সংশ্লিষ্টদের দাবি, দল নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং বাফুফেকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে হবে।

একজন ক্রীড়া বিশ্লেষক বলেন, “জাতীয় দলে ডাক পাওয়া মানে একজন ফুটবলারের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া। কিন্তু সেই স্বপ্ন যদি স্বজনপ্রীতি বা গোষ্ঠীগত স্বার্থের কারণে শেষ হয়ে যায়, তাহলে দেশের ফুটবলের ভবিষ্যৎ কী?”

আরও পড়ুনঃ রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকির অভিযোগ

বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকরা বাফুফের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান এবং ভবিষ্যতে মেধার ভিত্তিতে দল গঠনের আহ্বান জানান। তারা সিন্ডিকেট মুক্ত জাতীয় দল গঠনের পক্ষে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছেন।

একজন ভক্ত বলেন, “আমরা চাই মেধাবীদের সুযোগ দেওয়া হোক। সিন্ডিকেটের শাসন চলতে থাকলে আমাদের ফুটবল কোনোদিনও সামনে এগোবে না।”

ফাহমিদুল ইসলামের দল থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা বাংলাদেশের ফুটবলে লবিং, স্বজনপ্রীতি ও স্বচ্ছতার অভাবের চিত্র তুলে ধরেছে। সমর্থকদের দাবিগুলো নিয়ে বাফুফে কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়। তবে ফুটবল ভক্তদের দাবি, প্রতিভার কদর দিতে হবে এবং জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে, না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের মুখে পড়তে হতে পারে দেশের ফুটবল প্রশাসনকে।