মুহাম্মদ কাইউম, স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, যেখানে মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ইতিহাস বলছে, গানার্সদের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি লস ব্লাঙ্কোসরা। দুই দল একবারই মুখোমুখি হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে, যেখানে থিয়েরি অঁরির একমাত্র গোলে রিয়ালকে হারিয়েছিল আর্সেনাল। তবে সময় বদলেছে, রিয়াল মাদ্রিদ ইউরোপীয়ান ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করে একের পর এক শিরোপা ঘরে তুলেছে। বিপরীতে আর্সেনাল এখনো ইউরোপীয়ান ট্রফি জয়ের স্বাদ পায়নি।
চলতি চ্যাম্পিয়নস লিগ আসরের রাউন্ড অব সিক্সটিনে আর্সেনাল পিএসভি আইন্দোভেনকে বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। তবে দলে বেশ কিছু ইনজুরির সমস্যা থাকলেও সাম্প্রতিক ফর্ম বেশ ভালোই। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে নাটকীয় টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়।
বর্তমান পারফরম্যান্সের বিচারে রিয়াল মাদ্রিদ, লা লিগায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা। বার্সেলোনার থেকে তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও এখনো শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে আছে তারা। টুর্নামেন্টের শুরুর দিকে কিছুটা ভুগলেও এখন দারুণ ছন্দে রয়েছে কার্লো আনচেলত্তির দল।
আর্সেনালের পারফরম্যান্সের খেয়াল করলে দেখা যায় প্রিমিয়ার লিগের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকলেও ইনজুরি এবং কার্ড সমস্যার কারণে কিছুটা ব্যাকফুটে চলে গেছে গানার্সরা। বর্তমানে তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা লিভারপুলের থেকে ১২ পয়েন্ট পিছিয়ে। ফলে, ঘরোয়া লিগের শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে দলটি।
রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড়রা এখন পুরোপুরি ফিট। কিলিয়ান এমবাপ্পের ফর্ম রিয়ালের জন্য আশার আলো হতে পারে। রক্ষণভাগে তরুণ সেন্টার-ব্যাক রাউল আসেনসিওর পারফরম্যান্স দলকে বাড়তি শক্তি জোগাবে। তবে ইনজুরির কারণে গোলরক্ষক থিবো কুর্তোয়া এই ম্যাচে থাকছেন না, যা রিয়ালের জন্য একটি বড় ধাক্কা।
আরও পড়ুনঃ বার্সেলোনা ও তাদের একাডেমি লা মাসিয়া
অন্যদিকে আর্সেনাল শিবিরে সুখবর হলো, দলের অন্যতম সেরা খেলোয়াড় বুকায়ো সাকা দীর্ঘদিনের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠেছেন। তার ফেরাটা দলের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। তবে গ্যাব্রিয়েল জেসুস এবং কাই হাভার্টজ ইনজুরির কারণে বাকি মৌসুমের জন্য মাঠের বাইরে থাকায় কিছুটা চাপ থাকবে মিকেল আর্তেতার দলের উপর।
কোয়ার্টার ফাইনালের সূচিঃ প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল, এবং দ্বিতীয় লেগ হবে ১৬ এপ্রিল। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিশ্লেষণ করলে কিছুটা হলেও ফেভারিট হিসেবে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। তবে আর্সেনাল তাদের সেরাটা দিয়ে লড়াই করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
ফুটবলপ্রেমীদের জন্য চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ দুটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন দেখার বিষয়, গানার্সরা কি তাদের ইউরোপীয়ান ব্যর্থতার ধারা কাটিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় তুলে নিতে পারবে, নাকি আবারও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে মাদ্রিদের রাজত্ব অব্যাহত থাকবে!