স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি নবায়ন ঝুলে আছে দীর্ঘদিন ধরে। এ অবস্থায় ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।
ইংলিশ টিএনটি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল ভিনিসিয়ুসকে রাখতে চাইলেও নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনায় অগ্রগতি হয়নি। গত গ্রীষ্মে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় বিষয়টি এখন স্থবির। যদিও তাঁর বর্তমান চুক্তিতে এখনো ১৮ মাস বাকি, তবু ক্লাব যদি নতুন শর্তে খেলোয়াড়কে রাজি করাতে না পারে, তবে তাঁকে বিক্রির চিন্তা করছে তারা।
স্প্যানিশ দৈনিক স্পোর্ট জানিয়েছে, প্রাথমিকভাবে রিয়াল ভিনিসিয়ুসের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করার প্রস্তাব দিয়েছিল, তবে খেলোয়াড়ের দাবি অনুযায়ী ২৫ মিলিয়ন ইউরো নেট বেতন দিতে রাজি নয় ক্লাব। এতে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে।
চুক্তি নবায়ন ভেস্তে গেলে রিয়ালের বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ ইতোমধ্যে প্রস্তুত। সেই পরিকল্পনা অনুযায়ী, ভিনিসিয়ুসকে বিক্রি করে আনা হবে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডকে। হালান্ড এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন—এ পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ১৮ গোল। স্পোর্ট-এর দাবি, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বহুদিন ধরেই হালান্ডকে ‘স্বপ্নের সাইনিং’ হিসেবে দেখছেন।
তবে হালান্ডের রিয়ালে আসা অনেকটাই নির্ভর করছে খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর। যদি তিনি দলবদলে আগ্রহ দেখান, তাহলে সিটি থেকে তাঁর বিদায় সহজ হবে। অন্যদিকে, ভিনিসিয়ুসের প্রতি দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে সৌদি ক্লাবগুলো। ফলে চুক্তি ব্যর্থ হলে সেদিকেই যেতে পারেন তিনি।
আরও পড়ুনঃ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া কে এই মারিয়া কোরিনা মাচাদো?
এদিকে, ভবিষ্যৎ পরিকল্পনায় রিয়ালের নজর রয়েছে ইংলিশ তরুণ মিডফিল্ডার অ্যাডাম হুয়ার্টনের দিকেও। এএস-এর তথ্যমতে, ক্লাবটি চায় জুড বেলিংহামের সঙ্গে তাঁকে জুটিতে দেখতে। টনি ক্রুস ও লুকা মদ্রিচের বিদায়ের পর নতুন প্রজন্মের খেলোয়াড় দিয়ে মধ্যমাঠ শক্তিশালী করতেই এই পরিকল্পনা।
বর্তমানে ২১ বছর বয়সী হুয়ার্টন ক্রিস্টাল প্যালেসে খেলছেন। তাঁর বাজারমূল্য প্রায় ৪৫ মিলিয়ন ইউরো, তবে প্যালেস তাঁকে ৮০ মিলিয়নের নিচে ছাড়তে রাজি নয়। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত। ইতিমধ্যেই প্যালেস নতুন চুক্তির আলোচনায় নেমেছে, কারণ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব এখন তাঁর পেছনে ছুটছে।
সব মিলিয়ে, হালান্ড-ভিনিসিয়ুসের সম্ভাব্য অদলবদল গুঞ্জনে জমে উঠেছে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেট। রিয়াল যদি সত্যিই হালান্ডকে পেতে চায়, তাহলে হয়তো খুব শিগগিরই বেরিয়ে যেতে পারেন সান্তিয়াগো বার্নাব্যুর ব্রাজিলিয়ান তারকা।