মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কুয়াকাটাসংলগ্ন উপকূলীয় সমুদ্র ভয়াবহভাবে উত্তাল হয়ে উঠেছে। এরই প্রেক্ষিতে পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়, তবে সৌভাগ্যবশত ট্রলারে থাকা চারজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর উপকূলজুড়ে জেলেপল্লীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পটুয়াখালী ও আশপাশের এলাকায় মঙ্গলবার রাত থেকেই থেমে থেমে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। কুয়াকাটা পৌর এলাকা ও মহিপুরের নিম্নাঞ্চলে ইতোমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে ফিরে এসেছে বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, “বঙ্গোপসাগরে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।”
এদিকে, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, “সাগর কিছুটা উত্তাল থাকায় পর্যটকদের গভীর সমুদ্রে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং মাইকিং করে সতর্ক করা হচ্ছে।”
আরও পড়ুনঃ বরিশালে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বৃষ্টিপাত হতে পারে।
এর প্রভাবে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকার মতো ঘনবসতিপূর্ণ মহানগরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই সকল সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে।