
আরফাত সিকদার, স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারের ঈদগাঁওতে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ।
বুধবার (২রা অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় ৷
ওসি মছিউর রহমান, এসআই জুয়েল, এসআই আরকান ও এএসআই আহসানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হল জালালাবাদ ইউনিয়নের তেলী পাড়ার রমজান আলীর ছেলে উজির আলী, একই ইউনিয়নের পালাকাটা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে প্রবীণ মুরব্বী মোকতার আহমদ,ইসলামাবাদ ইউনিয়ন খোদাইবাড়ীর মোস্তাফিজুর রহমানের ছেলে ফুল ব্যবসায়ী শাহেদ কামাল মিন্টু এবং ইসলামপুর জুমনগর এলাকার সিরাতুল্লার ছেলে আবুল কালাম৷
আরও পড়ুনঃ আঠারবাড়ি রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।