spot_img

― Advertisement ―

spot_img

শেরপুরে সিজারিয়ান অপারেশনের সময় অবহেলায় প্রসূতির মৃত্যু, এভারকেয়ার হাসপাতাল ঘেরাও

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুর শহরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর...
প্রচ্ছদজাতীয়নালিতাবাড়ীতে শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

নালিতাবাড়ীতে শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয়া দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিমা তৈরির কাজ শেষ করে মণ্ডপগুলোতে এখন পূজার সাজসজ্জার ব্যস্ততা চলছে। নালিতাবাড়ী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৩৬টি পূজা মন্ডপে এ বছর দুর্গাপূজা উদযাপিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নালিতাবাড়ী শাখার আহ্বায়ক হরিদাস কর্মকার স্বপন জানান, প্রশাসনের পক্ষ থেকে পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি মণ্ডপে ৮ জন করে মহিলা এবং পুরুষ আনসারের পাশাপাশি গ্রাম পুলিশ থাকবে স্থায়ীভাবে।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় বজ্রপাতে ৪জনের মৃ’ত্যু, আ’হত ৭

এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে দোলনায় চড়ে এবং ফিরে যাবেন ঘোড়ায়। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থানীয় আনসার বাহিনী, গ্রাম পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরাও থাকবেন। নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রত্যাশা করা হচ্ছে, সবাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে এই উৎসবকে সুন্দরভাবে উদযাপন করবে।