spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেট৫০ এর আগেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ভারতের

৫০ এর আগেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ভারতের

ব্যাঙ্গালুরুতে গতকাল থেকে শুরু হওয়া ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই কুপোকাত ভারত। মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে ভারতীয় ক্রিকেট দল।

টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ভুলে যাওয়ার মতো রেকর্ড গড়েছিল তারা। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান, দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করছে ভারত। কিন্তু নিউজিল্যান্ড এর বোলিং এ শুরু করেও শুরু করতে পারেনি ভারত।

৬.৩ ওভারে টিম সাউদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ১৬ বলে ২ রান করেন তিনি। ভারত ৯ রানে ১ উইকেট হারায়।৮.৬ ওভারে উইলিয়াম ও’রোর্কের বলে বিরাট কোহলির অনবদ্য ক্যাচ ধরেন ফিলিপস। ৯ বল খেলেও খাতা খুলতে পারেননি বিরাট। ভারত দলগত ৯ রানে ২ উইকেট হারায়। ১২.৪ ওভারের খেলা শেষে বৃষ্টিতে সাময়িকভাবে থমকায় ম্যাচ। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৩ রান।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে ফাতেমা হত্যার ঘটনায় স্বামী রাজুর ফাঁসির দাবিতে মানববন্ধন 

বৃষ্টির পরে পুনরায় যখন শুরু ম্যাচ, তখন নিউজিল্যান্ড যেন আরো বিধ্বংসী ভারতের বিপক্ষে। ২০.৫ ওভারে উইলিয়াম ও’রোর্কের বলে আজাজ প্যাটেলের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল।ভারত ৩১ রানে ৪ উইকেট হারায়। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি লোকেশ। ভারত ৩৩ রানে ৫ উইকেট হারায়। লাঞ্চের পরে প্রথম বলেই আউট রবিচন্দ্রন অশ্বিন। ২৩.৬ ওভারে হেনরির বলে ফিলিপসের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। ভারত ৩৪ রানে ৭ উইকেট হারায়। ২৬.২ ওভারে উইলিয়ামের বলে ম্যাট হেনরির হাতে ধরা পড়েন জসপ্রীত বুমরাহ। ৩ বলে ১ রান করেন তিনি। ভারত ৪০ রানে ৯ উইকেট হারায়।পরবর্তীতে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি ৫/১৩, উইলিয়াম রোরকি ৪/২২ ও টিম সাউদি ১/৮