spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদচাকরির বাজারজয়পুরহাটে উলামা মাশায়েখ পরিষদ এর উদ্যোগে উলামা মাশায়েখ সম্মেলন

জয়পুরহাটে উলামা মাশায়েখ পরিষদ এর উদ্যোগে উলামা মাশায়েখ সম্মেলন

মোঃ আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ উলামা মাশায়েখ পরিষদ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জয়পুরহাট জেলার বিশিষ্ট আলেমদের নিয়ে আজ শনিবার ১৯ অক্টোবর জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উলামা মাশায়েখ পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জোবায়ের হোসেন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও উলামা মাশায়েখের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সসদ্য অধ্যাপক মোঃ আব্দুর রহিম,বগুড়া অঞ্চলের অন্যতম টিম সসদ্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম, ওলামা মাশায়েখ বগুড়া অঞ্চলের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুহাঃ হাসিবুল আলম লিটন,জেলা সহকারী সেক্রেটারী এড, মামুনুর রশিদ,জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা ও উপজেলা ওলামা মাশায়েখ এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

প্রধান অতিথিমা ওলানা রফিকুল ইসলাম খান আলেমদের উদ্যোশে বলেন, দ্বীনকে পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা করার জন্য কওমী আলিয়া ভেদাভেদ ভুলে গিয়ে সকল আলেমদেরকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোষরদের অবিলম্বে দেশে নিয়ে এসে বিচার শুরু করতে হবে। স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেজন্য আলেম-ওলামাদের ময়দানে সজাগ থাকতে হবে।