spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে বিএমজিটিএ এর তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে বিএমজিটিএ এর তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

রুবেল গাজী, রায়পুর উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রায়পুর কামিল (এম এ) মাদ্রাসায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বিএমজিটিএ এর রায়পুর উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও সভাপতি তৌহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ এর কেন্দ্রীয় মহাসচিব ফিরোজ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি

ও লক্ষ্মীপুর জেলা বিএমজিটিএ সভাপতি মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ  আ ন ম নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর  জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবীবুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুনঃ সাদ্দাম মাল–কুয়াকাটার নাটক ও এন্টারটেইনমেন্টের নতুন প্রতিভা

প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আলী বলেন, মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। মাদ্রাসা শিক্ষার গুনগত মান উন্নত করতে হবে এবং জেনারেল শিক্ষক ও আরবি শিক্ষক সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, সমাজ ও বাস্তব জীবনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আপরিসীম। এছাড়াও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, মাদ্রাসা শিক্ষাসহ এমপিও ভুক্ত সকল শিক্ষা জাতীয়করণ ও বৈষম্য দূরীকরণের বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে মহাসচিব ফিরোজ আলম বিএমজিটিএ এর নতুন কমিটি ঘোষণা করেন।